ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

দেশে ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
দেশে ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত

কুমিল্লা: দেশের ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। অবহেলায় এক সময় তা লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারে রূপ নেয়।

চিকিৎসায় রোগের জটিলতা কমানো যায়, তবে ভাইরাস নির্মূল করা যায় না। এই রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি। চিকিৎসা নিতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যায়। ভ্যাকসিনের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যায়।  

দেশে প্রায় ১৫ হাজার মানুষ এইডসে আক্রান্ত। তাদের দিকে যে নজর দেওয়া হচ্ছে ৭০ লাখ মানুষের দিকে সেই নজর দেওয়া হচ্ছে না।  

রোববার (২৮ জুলাই) কুমিল্লায় ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ তথ্য জানান।  

এ উপলক্ষে নগরীর ঝাউতলায় কুমিল্লা লিভার ক্লাবের সামনে বিনামূল্যে হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিং টেস্ট, কেক কাটা, সীমিত পরিসরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কুমিল্লা লিভার ক্লাব ও রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই এই আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা লিভার ক্লাবের সভাপতি ডা. মোহাম্মদ ইজাজুল হক।  

বক্তব্য দেন- কুমিল্লা লিভার ক্লাবের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফরহাদ আবেদীন।  

সহ-সভাপতি লুৎফুর বারী চৌধুরী হিরুর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন নারী নেত্রী দিলনাঁশি মোহসেন ও রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাইয়ের সভাপতি মাজহারুল হক মিয়াজী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।