ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: ফরিদপুরে প্রাণ গেল আরও একজনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
ডেঙ্গু: ফরিদপুরে প্রাণ গেল আরও একজনের প্রতীকী ছবি

ফরিদপুর: ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৬ জনে।

 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৪২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩০৯ জন।

মারা যাওয়া ওই ব্যক্তি হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামের বাসিন্দা হুমায়ূন কবির (৫০)।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

এ সময় তিনি জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৮৭১ জন। এর মধ্যে ২২ হাজার ৪২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।