ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নবাবগঞ্জে করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
নবাবগঞ্জে করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক খান।

এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় তিনি বলেন, করোনার নতুন ধরন বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। অতঙ্কিতকিত না হয়ে সবাইকে সচেতন থাকতে  হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলুন।

সেই সঙ্গে তিনি অন্যদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।  পরিশেষে সচিব চিকিৎসার মান উন্নয়নে সবার মতামত গ্রহণ করেন। এবং হাসপাতালের সেবার মান উন্নয়নে তাগিদ দেন।

এসময় আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কালীপদ হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ, ডা. মেজবাহ উদ্দিন, ডা. মেজবাহ আহমেদ, সাংবাদিক খালিদ হোসেন সুমন, সিস্টার রোকেয়া সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৪ ডিসেম্বর  ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।