ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফ্রান্স

প্যা‌রিস থেকে রহমান মাসুদ

প্যা‌রিসে ম‌লিন আবহে বড়‌দিন

রহমান মাসুদ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
প্যা‌রিসে ম‌লিন আবহে বড়‌দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্যা‌রিস: বড়‌দিন এবার বড়ই সাধারণভাবে পা‌লিত হচ্ছে ইউরোপের প্রভাবশালী ও উৎসবের নগরী প্যা‌রিসে। আগের বড়‌দিনগুলোর চেয়ে তা অনেকটাই ম‌লিন।

বিপ‌নিবিতানগুলোয় বেচা‌-কেনাও কম।

তবে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে দূর-দূরান্ত থেকে ফিরছেন সবাই। এয়ার‌পোর্ট, রেল ও বাস স্টেশনগুলোতে ছিলো ভিড়।

২৪ ডিসেম্বরের রাতে উপচে পড়া ভিড় ছিলো গির্জাগুলোতে। যাজকের সঙ্গে সবাই অংশ নিয়েছেন প্রার্থনায়। রাতে রী‌তি অনুযায়ী প‌রিবারের সবাই মিলে অংশ নিয়েছেন প্রার্থনায়। কেউ আবার মৃত স্বজনের জন্য প্রার্থনা করতে যান কবরস্থানে।

শহর ঘুরে দেখা যায়, এবারের বড়‌দিনে শহর সাজে‌নি র‌ঙিন আলোয়। পর্যটন স্থানগুলোতেও নেই তেমন সাজসজ্জা।

গত ১৩ নভেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এম‌নিতেই কিছুটা গুমোট প‌রিবেশ ফ্রান্সজুড়ে। প্যা‌রিসে তাই আগের তুলনায় এবারের বড় দিনে পর্যটকের ঢল নেই।

গির্জা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছে আধাসাম‌রিক বা‌হিনীর নজরদারি। সতর্ক তল্লাশি চালানো হচ্ছে সবাইকে। বাড়ানো হয়েছে মেট্রো রেলের নিরাপত্তাও।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।