ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

‘দুঃখ-কান্না আর সুখ সবকিছু খুব অল্প সময়েই হচ্ছে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
‘দুঃখ-কান্না আর সুখ সবকিছু খুব অল্প সময়েই হচ্ছে’

ইনজুরির কারণে বিশ্বকাপের আগেই ছিটকে গেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। তার না থাকা ভোগাচ্ছে দলকে।

সৌদি আরবের বিপক্ষে হেরে আসর শুরু করে আলবেসিলেস্তারা। যদিও পরবর্তী ম্যাচে জয় তুলে নেয় তারা। তবে লো সেলসো না থাকাটা যে প্রভাব ফেলছে তা সবারই জানা।

বিশ্বকাপে খেলতে না পেরে লো সেলসো যে কষ্ট পাচ্ছেন, তিনি জানিয়েছেন আগেই। তবে এরই মধ্যে এক সুসংবাদ পেলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। রোববার (২৭ নভেম্বর) তার ঘর আলোকিত করে এক কন্যা সন্তান আসে। নিজের সন্তানকে স্বাগতম জানিয়ে বিশ্বকাপে না থাকার আক্ষেপও প্রকাশ করেন সেলসো।

সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যার সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপসনে সেলসো লিখেন, ‘কখনও কান্না, দুঃখ আবার কখনও আবেগ; সবকিছু যেন খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। স্বাগতম কন্যা। ধন্যবাদ কন্যার আম্মু, এত চেষ্টা ও ভালোবাসার জন্য। ’

‘সি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে কোয়ালিফাই করতে আজ বাংলাদেশ সময় রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।