ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

রোলস-রয়েস পাচ্ছেন না সৌদি ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
রোলস-রয়েস পাচ্ছেন না সৌদি ফুটবলাররা

শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে অঘটনের জন্ম দেয় সৌদি আরব। এই আনন্দে দেশটিতে একদিনের ছুটি ঘোষণা করা হয়।

শুধু তা-ই নয়, এও শোনা যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রত্যেক ফুটবলারকে রোলস-রয়েস গাড়ি উপহার দিচ্ছেন।

তবে খবরটি নিছকই গুজব। এমনটাই জানিয়েছেন সৌদি আরব কোচ হার্ভে রেনার্দ। তিনি বলেন, ‘এটা সত্য নয়। আমাদের খুবই বোধসম্পন্ন ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয় আছে। এখন কিছু পাওয়ার সময় নয়। ’

আর্জেন্টিনার বিপক্ষে শুরুতে লিওনেল মেসির গোলে পিছিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সৌদি আরব। ৪৮ মিনিটে সালেহ আল-শেহরি ও ৫৩ মিনিটে সালেম আল-দোসারির গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। পরের ম্যাচে পোল্যান্ডের কাছে হেরে বসে ২-০ গোলে। বুধবার বাঁচা-মরার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি হবে রেনার্দের দল। জিতলেই টিকিট কাটবে শেষ ষোলো রাউন্ডের।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।