ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

কাসেমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার: নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
কাসেমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার: নেইমার

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে কাতার বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে ব্রাজিল। প্রথমার্ধ গোলশূন্য কাটানোর পর ম্যাচেরর শেষ দিকে কাসেমিরোর গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।

সুইজারল্যান্ডের বিপক্ষে একের পর এক আক্রমন করলেও গোলের দেখা মিলছিল না ব্রাজিলের। ম্যাচের ৮৩ মিনিটে দলের ত্রাতা হয়ে এলেন কাসেমিরো। তার গোলেই ব্রাজিলের মুখে হাসি ফুটল। ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন দলের সেরা তারকা নেইমার। তবে ম্যাচ জয়ের  পর দলের সতীর্থকে অভিনন্দন জানাতে ভুল করলেন না তিনি।

ম্যাচের পর টুইটারে কাসেমিরোকে নিয়ে পোস্ট দেন নেইমার। লিখেছেন, ‘দীর্ঘ সময় ধরেই কাসেমিরো নিজেকে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রমান করে আসছে। ’

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।