ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

ব্রাজিলিয়ান সতীর্থকে ‘দুমড়ে-মুচড়ে’ দেওয়ার হুমকি সুইস ফুটবলারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
ব্রাজিলিয়ান সতীর্থকে ‘দুমড়ে-মুচড়ে’ দেওয়ার হুমকি সুইস ফুটবলারের

ইংলিশ প্রিমিয়ার লিগে একই ক্লাবের হয়ে খেলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও গ্রানিত হাকা। আর্সেনালে বেশ দারুণ সময় কাটছে তাদের।

কেননা ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গানাররা। তবে বিশ্বকাপের সময় এসে সতীর্থ থেকে প্রতিপক্ষে পরিণত হয়েছেন মার্তিনেল্লি-হাক্কা। আজ রাতে ব্রাজিলের মুখোমুখি হবে সুইজারল্যান্ড।  

ম্যাচটি সামনে রেখে অনেক আগে থেকেই মার্তিনেল্লিকে ‘দুমড়েমুচড়ে’ দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন হাকা। আরেক সতীর্থ গ্যাব্রিয়েল হেসুসকে সতর্কবার্তা দিয়ে রেখেছেন সুইস অধিনায়ক।

তিনি বলেন, ‘বিশ্বকাপে আসার আগে আমরা রসিকতা করছিলাম। প্রতিপক্ষ দলে সতীর্থ থাকাটা সবসময়ই ভালো, তবে ৯০ মিনিটের জন্য আমরা পেশাদার ফুটবলার। আমি মার্তিনেল্লি ও জেসুসকে বলেছি যদি আমাদের গোলকিপারের সামনে আসো, তাহলে দুমড়ে-মুচড়ে দেব। ’

হাকা আরো বলেন, ‘আমরা একই ক্লাবে খেললেও সেটা কোনো বিষয় নয়। এটা বিশ্বকাপ। সবাই নিজের দেশের জন্য খেলে এবং জিততে চায়। অবশ্যই তারা আমাকে নিয়ে চিন্তিত। তারা জানে, আমি আঘাত করলে সেটা খুবই জোরে করি। ’

ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে জয় দিয়ে আসর শুরু করে সুইজারল্যান্ড। ব্রাজিলকে নিয়ে হাকা বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে আমাদের ক্যামেরুন ম্যাচের চেয়েও বেশি সতর্ক থাকতে হবে। ব্রাজিলের বিপক্ষে বল হারালে তার মাশুল দিতে হয়। তারা টুর্নামেন্টের ফেভারিট, সেই সঙ্গে অসাধারণ কোয়ালিটি সম্পন্ন দল। তবে যেহেতু এক ম্যাচের খেলা, তাই যেকোনো কিছু হতে পারে। ’

বাংলাদেশ সময় : ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।