ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

পাঁচ বিশ্বকাপে অ্যাসিস্টের রেকর্ড গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
পাঁচ বিশ্বকাপে অ্যাসিস্টের রেকর্ড গড়লেন মেসি

কাতার বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাই শঙ্কার মুখে পড়েছিল আর্জেন্টিনার।

তবে দলের বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনাকে পথ দেখালেন লিওনেল মেসি। মেক্সিকোর বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে দারুণ এক জয় এনে দিয়েছেন। ৬৪তম মিনিটে গোল করেন মেসি, আর ৮৭তম মিনিটে করেন অ্যাসিস্ট। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে নতুন এক ইতিহাস স্থাপন করলেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন আসরে অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন মেসি। ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপের পর ২০২২ সালের আসরেও অ্যাসিস্ট করলেন আর্জেন্টাইন অধিনায়ক। শুধু তাই নয়, বিশ্বকাপে একই ম্যাচে গোল এবং অসিস্ট করা সবচাইতে কম বয়েসি এবং বেশি বয়েসি খেলোয়াড়ও মেসিই। ২০০৬ সালে বিশ্বকাপের গ্রুপ পর্বে সার্বিয়া মন্টেনেগ্রোর বিপক্ষে একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করেছিলেন মেসি। তখন তার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। সবচাইতে কম বয়েসে বিশ্বকাপের এক ম্যাচে গোল এবং অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলন তিনি। এই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করে সবচাইতে বেশি বয়েসে (৩৫ বছর ১৫৫ দিন) এক ম্যাচে গোল এবং অ্যাসিস্টের রেকর্ড গড়লেন মেসি।  

এদিন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার দুইটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার রেকর্ডটি এতো দিন ছিল ম্যারাডোনার একার। ১৯৮২ থেকে ১৯৯৪ বিশ্বকাপ পর্যন্ত এই ম্যাচগুলো খেলেছিলেন ম্যারাডোনা। মেক্সিকোর বিপক্ষে শনিবার রাতের ম্যাচটি ছিল বিশ্বকাপে মেসিরও ২১তম ম্যাচ।

মেসি স্পর্শ করেছেন বিশ্বকাপে ম্যারাডোনার গোলের রেকর্ডও। ১৯৮৬ সালের বিশ্বকাপের নায়ক ম্যারাডোনা বিশ্বকাপে মোট ৮টি গোল করেছিলেন। পাঁচ বিশ্বকাপে খেলা মেসির মোট গোলসংখ্যাও এখন ৮টি। আর ১টি পেলেই ম্যারাডোনাকে টপকে যাবেন মেসি।

মেক্সিকোর বিপক্ষে শনিবার রাতের জয়ের ফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান পয়েন্ট সৌদি আরবেরও। তবে তারা মেসিদের চেয়ে ২ গোলে পিছিয়ে আছে। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পোল্যান্ড। মেক্সিকোর সংগ্রহ মাত্র ১টি পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।