ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারের সমালোচনায় কাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
নেইমারের সমালোচনায় কাকা

ইনজুরি কাটিয়ে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন নেইমার। সেই আশায় ক্ষণ গুনছেন ব্রাজিল সমর্থকরা।

ঠিক এমন সময়েই নেইমারের সমালোচনায় মেতে উঠলেন কাকা। সাবেক এই ব্রাজিলিয়ান ফুটবলারের দাবি, সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল খুবই ভালো ফুটবল খেলেছে তখনই, যখন নেইমারকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।  

রিচার্লিসনের জোড়া গোলে সার্বিয়াকে ২-০ ব্যবধানে হারায় ব্রাজিল। দুটো গোলের কোনোটিতেই অবশ্য অবদান নেই নেইমারের। তার পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্টও ছিলেন না কাকা।

২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য বলেন, ‘এই টুর্নামেন্ট তাকে জ্বলে ওঠার মঞ্চ দিয়েছে এবং নিশ্চিতভাবেই সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ার আগে সেভাবে জ্বলে উঠতে পারেনি সে। ইতিবাচক দিক হলো, সে মাঠ থেকে ওঠে যাওয়ার পর ব্রাজিল খুবই ভালো খেলেছে। ’

নেইমারের মাঠ থেকে ওঠে যাওয়া বরং অদ্ভুতই লেগেছে কাকার, ‘প্রথমে আমার কাছে গুরুতর ইনজুরি মনে হয়নি। তবে যে বিষয়টি আমাকে উদ্বিগ্ন করে তা হলো আঘাত পেলেও নেইমার সবসময়ই খেলতে চায়। এবার সেটা করেনি। সে উঠে যেতে চেয়েছে। আমার কাছে তা খুবই অদ্ভুত লেগেছে এবং টুর্নামেন্টের বাকি অংশে যা ব্রাজিলের উপর প্রভাব ফেলতে পারে। ’

যদিও গ্রুপ পর্ব থেকে একদমই ছিটকে গেছেন নেইমার। তবে তাকে নিয়ে আশা ছাড়ছেন না কাকা, ‘আমি আশা করি, পরের ম্যাচের আগে সে সুস্থ হয়ে উঠবে কারণ, তার খ্যাতির জন্য বিশ্বকাপ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। ’

গ্রুপের দ্বিতীয় ম্যাচে আগামী ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।