ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

কোয়ার্টার ফাইনালে শেখ জামাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
কোয়ার্টার ফাইনালে শেখ জামাল

বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপে আজ পুলিশ এফসির বিপক্ষে মাঠে নেমেছিল শেখ জামাল। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মাঠে নেমেছিল দুই দল।

ম্যাচে ৪-৩ গোলে হেরেছে শেখ জামাল।

হারলেও আসরের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। শেখ জামাল এবং রহমতগঞ্জের পয়েন্ট সমান হলেও গোল ব্যাবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।  

ম্যাচের ৯ মিনিটেই কিরমানের গোলে এগিয়ে যায় পুলিশ এফসি। ২২ মিনিটে ব্যাবধান দ্বিগুণ করেণ বাবলু। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোলে করে ব্যাবধান ৩-০ করেন মালিকোভ।

তবে এজিকিয়েলের জোড়া গোল আশা জাগে শেখ জামাল শিবিরে। ম্যাচের ৩৮ এবং ৪৩ মিনিটে গোল করেন তিনি। তবে ৫৭ মিনিটে গোল করে ব্যাবধান ৪-২ করেন আভিলা। ৭৬ মিনিটে আত্মঘাতি গোলে ব্যাবধান কমলেও জয় পায়নি শেখ জামাল।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।