ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

বাতশুয়াইয়ের গোলে বেলজিয়ামের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
বাতশুয়াইয়ের গোলে বেলজিয়ামের কষ্টার্জিত জয়

গত বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করা দল বেলজিয়াম। এবারের কাতার বিশ্বকাপেও হট ফেভারিট তারা।

অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে প্রায় ৩৬ বছর পর জায়গা পেয়েছে কানাডা। বুধবার দিবাগত রাতে (বৃহস্পতিবার ২৪ নভেম্বর) দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এই দুই দল। ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন মিচি বাতশুয়াই। তার এক গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বেলজিয়াম।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে কানাডা। তবে গোলের দেখা মিলছিল না। ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি পেয়েও সুযোগ হেলায় হারিয়ে ফেলেন কানাডার আলফানসো ডেভিস। তার দুর্বল শট রুখে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কর্তোয়া।  

তবে প্রথমার্ধের শেষ সময়ে (৪৪ মিনিট) টবি অলডারওয়াইল্ডের বাড়ানো বলে বাতশুয়াইয়ের শট খুঁজে পায় জালের ঠিকানা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দুই দলই। আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমে উঠলেও গোলের দেখা মেলেনি কোনও দলেরই। ৪৯ মিনিটে ডেভিডের হেড একটুর জন্য গোলবারের বাইরে চলে যায়। ৬৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বেলজিয়াম। ডিবক্সের ভেতর বাতশুয়াইর শট ব্লক করে দেন লারিয়া।

ম্যাচের ৮১ মিনিটে গোলের আবারো সুযোগ পেয়েছিল কানাডা। কিন্তু ডেভিডের কিরা হেড দুর্দান্তভাবে ঝাপিয়ে রুখে দেন কোর্তোয়া। ম্যাচে ৩২ টা গোলের চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হয় কানাডা।

অন্যদিকে মাত্র ৯ টা শট নিতে পারে বেলজিয়াম। কষ্টার্জিত এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে আসলো বেলজিয়াম।

তারকাবহুল বেলজিয়ামের বিপক্ষে কানাডার খেলার খুব বেশি খেলার রেকর্ড নেই। এর আগে একবারই মুখোমুখি হয়েছিল তারা। তাও ৩৩ বছর আগে, ১৯৮৯ সালে। প্রীতি ম্যাচের সেই দেখায় ২-০ গোলে জিতেছিল বেলজিয়াম। দ্বিতীয় দেখায়ও জয়ের ধারা বজায় রাখলো বেলজিয়াম।

বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।