ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

শতাব্দীর সেরা ছবিতে মেসি-রোনালদো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
শতাব্দীর সেরা ছবিতে মেসি-রোনালদো!

কিছুদিন আগের কথা। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে আলোড়ন তুলেন ক্রিস্তিয়ানো রোনালদো।

সেখানে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে জাদুকরী ও অসাধারণ মানুষ বলেছিলেন তিনি। মন্তব্যের সবটুকু জুড়েই ছিল কেবল প্রশংসার ফুলঝুড়ি।

কে ভেবেছিল, এর কয়েকদিন বাদেই এক ফ্রেমে বন্দী হবেন ফুটবল বিশ্বের দুই মহারথী। ছবিটি প্রকাশ পাওয়ার পর থেকেই ঝড় বয়ে যায় ইন্টারনেটে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার 'হট টপিক' ছিল সেটি। অনেকেই আবার 'শতাব্দীর সেরা ছবি' বলে আখ্যায়িত করেন।  

মাঠের লড়াইয়ে অনেকবারই সাক্ষাত হয়েছে মেসি-রোনালদোর। তবে সেটা বছরের দুই বা তিনবার করে। এর বাইরে খুব একটা সাক্ষাৎ হয় না বললেই চলে। বিজ্ঞাপনের বাজারে তাদের চাহিদাও অনেক। তবে দুজনকে দিয়ে একই বিজ্ঞাপন করানোর অকল্পনীয় ভাবনাটাকে সত্যিতে রুপ দিয়েছে বিখ্যাত ফ্রেঞ্চ ফ্যাশন হাউজ লুই ভিতো।

ছবিতে দেখা যায় বেশ মনোযোগের সঙ্গে দাবা খেলছেন মেসি ও রোনালদো। তাদের পরনে ছিল কালো টি-শার্ট ও জিন্সের প্যান্ট। দুজনেরই ক্যাপশনে লেখা, 'জয় হচ্ছে মনের অবস্থা। ' যেহেতু খেলায় এতোটাই মগ্ন ছিলেন তাই তাদের দেখে বোঝার উপায় ছিল না ফুটবল খেলে থাকেন তারা।

দুজনেই অবশ্য বিশ্বকাপ খেলতে কাতারে রয়েছেন। রোনালদো নিশ্চিত না করলেও মেসির এটাই শেষ বিশ্বকাপ। আগের চার আসরে খেলে একবারও চ্যাম্পিয়নের স্বাদ পাননি কেউই। সেই অধরা ট্রফি ছোঁয়ার মিশনে এবার সফল হতে পারবেন কিনা তা সময়ই বলে দিবে।

বাংলাদেশ সময় : ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।