ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

সিরাজ স্মৃতির জালে গোল উৎসব করল কিংসের মেয়েরা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
সিরাজ স্মৃতির জালে গোল উৎসব করল কিংসের মেয়েরা ছবি: শোয়েব মিথুন

সিরাজ স্মৃতি সংসদের জালে গোল উৎসব করে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস।  

কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ ৭-০ গোলে হারিয়েছে তারা।

জোড়া গোল করেছেন সিরাত জাহান স্বপ্না ও মাতসুশিমা সুমাইয়া।

সপ্তম মিনিটে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন ঋতুপর্ণা চাকমা। যদিও প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি সৈয়দ গোলাম জিলানির দল।

৭২ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় কিংস। কিংস শিবিরে স্বস্তি ফেরান শামসুন্নাহার জুনিয়র। দুই মিনিট বাদেই ব্যবধান বাড়িয়ে নেন কৃষ্ণা রানী সরকার।  

৮০ মিনিটে চতুর্থ গোলটি সিরাত জাহানের। দ্বিতীয়ার্ধের যোগ করা প্রথম মিনিটে আবারো লক্ষ্যভেদ করেন তিনি। বদলি নেমে যোগ করা তৃতীয় ও পঞ্চম মিনিটে দুই গোল করেন সুমাইয়া।

এর আগে প্রথম ম্যাচে উত্তরা ফুটবল ক্লাবের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল কিংস। বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।