ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর মন্তব্য অদ্ভুত লেগেছে রুনির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
রোনালদোর মন্তব্য অদ্ভুত লেগেছে রুনির

সাবেক সতীর্থ হলেও ক্রিস্তিয়ানো রোনালদোর বিপরীতে কথা বলতে কার্পণ্য বোধ করেননি ওয়েইন রুনি। কিন্তু এর জবাবে রোনালদো একদম ধুয়ে দিয়েছেন তাকে।

নিজেকে রুনির চেয়ে সুদর্শন বলেও দাবি করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

নির্দিষ্ট করে না বললেও রোনালদোর কিছু মন্তব্য অদ্ভুত লেগেছে রুনির। সাবেক সতীর্থর কাছ থেকে এমনটা আশা করেননি তিনি। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রুনি বলেন, ‘সে একটি সাক্ষাৎকার দিয়েছে এবং তা বিশ্বে ছড়িয়ে পড়ে-কয়েকটা মন্তব্য কিছুটা অদ্ভুত লেগেছে। তবে আমি নিশ্চিত পুরো সাক্ষাৎকার দেখার পর ম্যানচেস্টার ইউনাইটেড প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। ’

রোনালদোকে সমালোচনা নয় বরং বাস্তবতার কথাই বলছিলেন রুনি, ‘সে দুর্দান্ত একজন খেলোয়াড়। সে এবং মেসি সম্ভবত খেলাটির ইতিহাসের সেরা দুই জন খেলোয়াড়। এটা সমালোচনা নয়, আমি যা বলেছি তা হলো বয়সের কাছে সবাই হার মানে। ক্রিস্তিয়ানোকে এটার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট করতে হচ্ছে। ’

এর আগে রুনিকে নিয়ে রোনালদো বলেছিলেন, ‘আমি জানি না, সে কেন এভাবে আমার সমালোচনা করেছে। ওর ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমি এখনও শীর্ষ পর্যায়ে ফুটবল খেলছি। এটা কারণ হতে পারে। হয়তো বলা উচিত নয়, তবে ওর থেকে আমি দেখতে অনেক ভালো। এটাই সত্যি!’

উল্লেখ্য, ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একসঙ্গে খেলেছিলেন রুনি ও রোনালদো।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এএইচএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।