ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

নৌবাহিনীকে হারিয়ে শেখ রাসেলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
নৌবাহিনীকে হারিয়ে শেখ রাসেলের জয়

স্বাধীনতা কাপের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে আজ (১৭ নভেম্বর) ‘এ’ গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীকে ২-০ গোলে হারিয়েছে তারা।

একটি করে গোল করেছেন মোহাম্মদ ইব্রাহিম ও এম্পিয়া মাপুকু। আগের ম্যাচে ফর্টিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল শেখ রাসেল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল নৌবাহিনী।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই শেখ রাসেলকে এগিয়ে নেন ইব্রাহিম। সতীর্থের বাড়ানো পাসে বল পেয়ে অফসাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে পড়েন মাপুকু। তার বাড়ানো পাসে অনায়াসে জাল খুঁজে নেন ইব্রাহিম। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কঙ্গোর ফরোয়ার্ড এম্পিয়া মাপুকু। তবে বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি জুলফিকার মাহমুদের দল। দুই ম্যাচে এক জয় ও  ড্র’তে চার পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে শেখ রাসেল।  

দিনের আরেক ম্যাচে ফর্টিস এফসিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একটি করে গোল করেছেন সোলেমান দিয়াবাতে, ওলিভেইরা ও জাফর ইকবাল। টানা দুই ম্যাচ জিতল সাদা-কালোরা।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।