ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

এখনও মৃত সন্তানের সঙ্গে কথা বলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এখনও মৃত সন্তানের সঙ্গে কথা বলেন রোনালদো

নিজের সবচেয়ে খারাপ সময়ের কথা তুলে ধরেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। জানিয়েছেন গত এপ্রিলে যমজ সন্তানের মধ্যে একজনকে হারানোর সেই বেদনাময় দিনগুলির কথা।

মারা গেলেও সেই সন্তানের কথা এখনও মনে রেখেছেন রোনালদো। এখনও তার সঙ্গে কথা হয় বলে জানিয়েছেন ইউনাইটেডের এই ফরোয়ার্ড।  

কেন সন্তান হারিয়েছেন রোনালদো, সেই উত্তর এখনও খুঁজে বেড়ান তিনি। যদিও জানেন এর কোনো উত্তর নেই। এই ঘটনার পর পর্তুগিজ তারকা হারিয়েছেন ফর্মও। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি নিজেকে হারিয়ে খুঁজছেন। পাচ্ছেন না গোল; জায়গা হচ্ছে না নিয়মিত একাদশেও। অবশ্য নিজের ক্লাব নিয়েও মুখ খুলেছিলেন তিনি। সবমিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড।

সাংবাদিক পিয়েরস মরগানকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো সন্তান হারানোর ব্যাপারে বলেন, ‘বাবা হারানোর পর এটিই আমার জীবনের সবচেয়ে খারাপ সময়। যখন আপনার সন্তান থাকে, তখন সবকিছুই স্বাভাকি থাকে। কিন্তু যখন হারাতে হয়, তখনই সমস্যা। এটা মেনে নেওয়া যায় না। এটা খুব কঠিন সময়। কারণ আমরা জানি না কেন আমাদের সাথে এমন হচ্ছে। এটা খুব কঠিন’

সন্তান হারিয়ে কেঁদেছেনও রোনালদো। স্ত্রী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে যখন নিজের বাসায় প্রবেশ করেন, তখন বাকি সন্তানরা যমজ বাচ্চা প্রসঙ্গে জিজ্ঞেস করছিল; সেই মুহূর্তেই কেঁদে ওঠেন পর্তুগিজ এই তারকা। তিনি বলেন, ‘যখন আমরা ঘরে প্রবেশ করি, তখন বাকি সবাই বলে ওঠে আরেক সন্তান কই?’

রোনালদো মৃত সেই সন্তানের দেহ-ভস্ম রেখে দিয়েছেন। ২০০৫ সালে মৃত্যুবরণ করা তার পিতার সঙ্গে রেখেছেন নিজ সন্তানকে। তাদের সঙ্গেও কথাও বলেন ইউনাইটেডের এই ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আমি সবসময় তাদের সঙ্গে কথা বলি। এটা আমাকে ভালো মানুষ হতে সাহায্য করে। আমাকে ভালো বাবা বানায়। তারা আমাকে যে বার্তা দেয়, স্পেশালি আমার সন্তান, আমি এতে গর্ববোধ করি। ’ 

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।