ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

পারলেন শুধু নেইমার-রিচার্লিসনই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
পারলেন শুধু নেইমার-রিচার্লিসনই

কাতার বিশ্বকাপকে সামনে রেখে ইতালির তুরিনে অনুশীলন করছে ব্রাজিল। অনুশীলনে ভিন্ন কিছু করার চেষ্টা করল সেলেসাওরা।

সেখানে অবশ্য নেইমার-রিচার্লিসন ছাড়া বাকি সবাই ব্যর্থ। এক অর্থে রিচার্লিসনও সফল নন, কেননা তাকে টপকে ট্রফিটা নিজের হাতেই তোলেন নেইমার।

চ্যালেঞ্জটা ছিল কে কত সহজে বলের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন। সেক্ষেত্রে ৩০ মিটার উঁচু থেকে ড্রোনের মাধ্যমে মাটিতে ছোড়া হতো বল। রাফিনিয়া, আন্তনি, এদের মিলিতাও, ভিনিসিয়ুস জুনিয়র কেউই বলকে বাগে আনতে পারেননি । বিশেষ করে আন্তনির ব্যর্থতায় হেসে ফেটে পড়েন বাকি সতীর্থরা। কেননা তিনি কাছে পৌঁছানোর আগেই বল মাটিতে স্পর্শ করে। তবে রিচার্লিসন অবশ্য ব্যর্থ হননি।

তার থেকেও পায়ের সুনিপুণ দক্ষতায় উপর থেকে নিচে নামা বলটি নিয়ন্ত্রণে নেন নেইমার। তাতে উল্লাসে ফেটে পড়েন বাকি সতীর্থরা। তাই অনুমিতভাবেই ট্রফিটা দেওয়া হয় এই ফরোয়ার্ডকে। বরাবরের মতো এবারো বিশ্বকাপের ফেভারিট ব্রাজিল। গ্রুপ 'জি'তে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এমএইচএম/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।