ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

জয়ে শুরু মোহামেডানের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
জয়ে শুরু মোহামেডানের

স্বাধীনতা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুন্সিগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে আজ (১৩ নভেম্বর) বাংলাদেশ নৌবাহিনীকে ২-০ গোলে হারিয়েছে তারা।

নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচে শেষ মুহূর্তের দুই গোল করে জয় পেয়েছে সাদা-কালোরা। ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত মোহামেডানকে আটকে নৌবাহিনী। কিন্তু ৮৪ ও ৮৭ মিনিটে দুই গোল করে ম্যাচ নিজেদের করে নেয় সাদা-কালোরা।
  
৮৩ মিনিটে কর্নার থেকে আসা বলে হেডে লক্ষ্যভেদ করেন সোলেমান দিয়াবাতে। তিন মিনিট বাদে গোল করেন জাফর ইকবাল। এতেই জয় নিশ্চিত হয় মোহামেডানের।

বাংলাদেশ সময় : ২০১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২ 
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।