ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর নেতৃত্বে কাতার বিশ্বকাপে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
রোনালদোর নেতৃত্বে কাতার বিশ্বকাপে পর্তুগাল

বিশ্বকাপে কোয়ালিফাই করতে বেশ বেগ পোহাতে হয়েছে পর্তুগালকে। শেষ মুহূর্তে গিয়ে অবশ্য কাতারের টিকিট নিশ্চিত করেছে তারা।

পঞ্চমবারের মতো ফুটবল বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলকে নেতৃত্বও দেবেন তিনি।

বৃহস্পতিবার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন পর্তুগিজ কোচ ফের্নান্দো সান্তোস। সেই দলে রয়েছেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপেও। জায়গা করে নিয়েছে ১৯ বছর বয়সী ডিফেন্ডার আন্তোনও সিলভাও। তবে জায়গা হয়নি উয়েফা ইউরোতে দারুণ খেলা রেনাতো সানচেসের। চোটের কারণে বাদ পড়েছে লিভারপুল তারকা দিয়েগো জোটাও।

আগামী ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের বিশ্বকাপ অভিযান। ‘এইচ’ গ্রুপের তাদের সঙ্গী উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়াও।

একনজরে পর্তুগাল দল:

গোলরক্ষক: দিয়াগো কস্তা (পোর্তো), জোজে সা (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), রুই পাত্রিসিও (রোমা)

ডিফেন্ডার: দিয়োগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি), দানিলো পেরেইরা (পিএসজি), পেপে (পোর্তো), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), আন্তোনিও সিলভা (বেনফিকা), নুনো মেন্দেস (পিএসজি), রাফায়েল গেরেইরো (বরুশিয়া ডর্টমুন্ড)

মিডফিল্ডার: জোয়াও পালিনিয়া (ফুলহ্যাম), রুবেন নেভেস (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ব্রুনো ফের্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও মারিও (বেনফিকা), মাথেউস নুনেস (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), ভিতিনিয়া (পিএসজি), উইলিয়াম কারবাইয়ো (রিয়াল বেতিস), ওতাভিও (পোর্তো)

ফরোয়ার্ড: ক্রিস্তিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও ফেলিক্স (আতলেতিকো মাদ্রিদ), রাফায়েল লেয়াও (এসি মিলান), রিকার্দো হর্তা (ব্রাগা), গনসালো রামোস (বেনফিকা), আন্দ্রে সিলভা (লাইপজিগ)।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।