ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের আগে আবারও দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
বিশ্বকাপের আগে আবারও দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপ আসার আগেই আর্জেন্টিনা দলে চোট পাওয়া ফুটবলারের সংখ্যা বাড়ছে। এবার সেই দলে শামিল হলেন ভিয়ারিয়ালের মিডফিল্ডার জিওভানি লো সেলসো।

কাতার বিশ্বকাপে তিনি অংশগ্রহণ করবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) লা লিগায় আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন সেলসো। ম্যাচটিতে ভিয়ারিয়ালও হারে ১-০ ব্যবধানে। মাঠ ছাড়ার পর সেলসোকে পরীক্ষা করা হলে পেশিতে চোট ধরা পড়ে। সেই চোট কাটিয়ে উঠতে প্রায় তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।

এদিকে বিশ্বকাপের আগে চোট পাওয়া আর্জেন্টাইনের মধ্যে প্রথম নাম আসে আনহেল দি মারিয়ার। এরপর চোটে পড়েন পাওলো দিবালাও। তাদের মধ্যে দি মারিয়ার ফেরার সম্ভাবনা থাকলেও দিবালা একদমই অনিশ্চিত বলে জানিয়েছে তার ক্লাব রোমা।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। ‘সি’ গ্রুপে তাদের সঙ্গে আছে মেক্সিকো ও পোল্যান্ডও।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।