ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফুটবল

আগে কখনো এমন ম্যাচ খেলেননি জামাল ভূঁইয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
আগে কখনো এমন ম্যাচ খেলেননি জামাল ভূঁইয়া ছবি: শোয়েব মিথুন

আগামী ২৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত সিনেমা 'দামাল'। এরইমধ্যে প্রকাশ হয়েছে ছবির ট্রেলার ও গান।

স্বাধীন বাংলা ফুটবল দলের ওপর নির্মিত এই সিনেমার শেষ মুহুর্তের প্রচার-প্রচারণা চলছে। প্রচারণার অংশ হিসেবেই দেশের তারকা ফুটবলারদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলেছেন রূপালি পর্দার তারকারা।

আজ (২২ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় ‘টি-স্পোর্টস দামাল’ দলের (সবুজ দল) বিপক্ষে খেলেছে বসুন্ধরা কিংস (লাল দল)। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া খেলেছেন সবুজ দলের হয়ে। তার সতীর্থ ছিলেন সিয়াম, মিম, মোস্তফা রাজ, আইমান সাদিক, সোলেইমান সুখনের মতো তারকারা। ফুটবলের বাইরে এটা জামালের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা বলে জানিয়েছেন তিনি।

জামাল বলেন, ‘আজ আমি ভিন্ন অঙ্গনের তারকাদের সঙ্গে ফুটবল খেলেছি। এটা সম্পূর্ণ ভিন্ন একটি অভিজ্ঞতা। আগে কখনও এমন ম্যাচ খেলিনি। এত তারকাদের সঙ্গে এর আগে কখনো খেলার অভিজ্ঞতা হয়নি। এটা সত্যিই উপভোগ্য ছিল। ’

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।