ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ফুটবল

কোপা ট্রফি জিতলেন গাভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
কোপা ট্রফি জিতলেন গাভি

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ –এর তরুণ ফুটবলারের পুরস্কার নিজের করে নিলেন বার্সেলোনা মিডফিল্ডার গাভি। বরুশিয়া ডর্টমুন্ডের জুডে বেলিংহাম, বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা ও রিয়াল মাদ্রিদের এদুয়ার্দো কামাভিঙ্গাকে পরাজিত করে এই পুরস্কার জিতেছেন স্প্যানিশ এই তরুণ।

সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গাভির হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ –এর কোপা ট্রফি।  

গত বছর এই পুরস্কার জিতেছিলেন গাভিরই সতীর্থ পেদ্রি। সেবার তিনি পরাজিত করেন কিলিয়ান এমবাপ্পে ও ম্যাথুস ডি লিটকে।  

বার্সেলোনার হয়ে এই পর্যন্ত ৬০ ম্যাচ খেলেছেন গাভি। দারুণ ছন্দে থাকা এই মিডফিল্ডারের সঙ্গে এক বিলিয়ন রিলিজ ক্লজে গত সেপ্টেম্বরে চুক্তি নবায়ন করেছে কাতালানরা।  

জাতীয় দল স্পেনের জার্সিতে নেশন্স লিগে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোলের দেখা পান তিনি। গত বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের বিপক্ষে এই রেকর্ড গড়েন তরুণ এই মিডফিল্ডার।  

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।