ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ফুটবল

ইউরোপা লিগ

ইউনাইটেড-আর্সেনালের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
ইউনাইটেড-আর্সেনালের কষ্টার্জিত জয়

সাইপ্রাসের ক্লাব ওমোনিয়াকে হারাতে রীতিমতো ঘাম ছুটে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের। দুর্বল এই প্রতিপক্ষের বিপক্ষে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল রেড ডেভিলরা।

শেষ পর্যন্ত অবশ্য ইউরোপা লিগের ম্যাচটিতে জয়ের দেখা পেয়েছে তারা। প্রিমিয়ার লিগের আরেক ক্লাব আর্সেনালের জয়টাও কষ্টার্জিত।

আজ গ্রুপ 'ই' এর ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। এরপর যোগ করার সময়ের তৃতীয় মিনিটে গিয়ে লক্ষ্যভেদ করেন বদলি নামা স্কট ম্যাকটোমিনে। ওই গোলেই ফলাফল নির্ধারিত হয়ে যায়।  

ওমোনিয়ার সঙ্গে আগের দেখায়ও প্রায় একই হাল হয়েছিল রেড ডেভিলদের। সেবার তারা ৩-২ গোলে জয় নিয়ে ফিরলেও ম্যাচে সেয়ানে সেয়ানে লড়াই করেছিল সাইপ্রাসের ক্লাবটি। এবার অবশ্য আহামরি কোনো আক্রমণ করতে পারেনি তারা। কিন্তু রক্ষণ সামলেছে দারুণভাবে। বিশেষ করে দলটির গোলরক্ষক।  

ওমোনিয়ার গোলরক্ষক উজোহো শেষ মুহূর্তে গোল হজম করার আগে ১২টি সেভ করেছেন। এর মধ্যে মার্কাস রাশফোর্ডের ১০টি প্রচেষ্টা রুখে দিয়েছেন তিনি। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রুনো ফার্নান্দেসের শটও ঠেকিয়েছেন তিনি। ইউনাইটেডের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল ক্রসবারও। এত আক্রমণ করেও ফল পেতে এরিক টেন হাগের দলকে অপেক্ষায় থাকতে হয় শেষ মিনিট পর্যন্ত।

এ নিয়ে ৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট পাওয়া ইউনাইটেড গ্রুপের দ্বিতীয় স্থান আছে। শীর্ষে আছে আরেক ম্যাচে শেরিপ তিরাসপোলকে ৩-০ গোলে হারানো রিয়াল সোসিয়েদাদ ১২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।  

এদিকে বোদোর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে প্রিমিয়ার লিগে দারুণভাবে ছুটতে থাকা আর্সেনাল। তবে আগের দেখায় ৩-০ গোলে জিতলেও এবার তাদের জয়টা সহজে আসেনি। ২৪তম মিনিটে বুকায়ো সাকার গোলটিই শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণী হয়ে দাঁড়ায়। এ নিয়ে ৩ ম্যাচের সবগুলোতেই জেতা আর্সেনাল গ্রুপ 'এ'-এর শীর্ষে আছে।  

অন্যদিকে এদিন রোমা ও রিয়াল বেতিসের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।