ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ফুটবল

সাফজয়ী পাঁচ নারী ফুটবলারকে বিকেএসপির সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
সাফজয়ী পাঁচ নারী ফুটবলারকে বিকেএসপির সংবর্ধনা

সাভার (ঢাকা): সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ানশিপ ২০২২ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের বিকেএসপির পাঁচজন নারী ফুটবলারকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি'র সৌজন্যে প্রতিষ্ঠানটির অডিও ভিজুয়াল সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়।

 সাফজয়ী বাংলাদেশ দলের বিকেএসপির নারী সদস্যরা হলেন আঁখি খাতুন, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, সাথী বিশ্বাস ও ইতি রাণী।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাে. জাহিদ আহসান রাসেল এমপি এবং যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএসপি'র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজাহারুল হক। এ সময় তিনি কৃতি ফুটবলারদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট ও এক লাখ টাকার চেক পুরস্কার হিসেবে প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২

এসএফ/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।