ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জর্জিনহোর শেষ মুহূর্তের গোলে চেলসির নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
জর্জিনহোর শেষ মুহূর্তের গোলে চেলসির নাটকীয় জয়

জর্জিনহোর শেষ মুহূর্তের করা গোলে লিডস ইউনাইটেডের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ৩-২ গোলে লিডসকে হারায় তারা।

শনিবার রাতে ম্যাচের ২৮তম মিনিটে রাফিনহার পেনাল্টি গোলে এগিয়ে যায় লিডস ইউনাইটেড। তবে ৪২তম মিনিটে ম্যাসন মাউন্ট গোল করে সমতায় ফেরান চেলসিকে। বিরতি পর্যন্ত ১-১ গোলে সমতা থাকে।

এরপর ৫৮তম মিনিটে পেনাল্টি পায় চেলসি। বর্তমান উয়েফার বর্ষসেরা খেলোয়াড় জর্জিনহো সেখান থেকে গোল করে এগিয়ে দেন চেলসিকে। ৮৩তম মিনিটে আবার গালহার্ডটের গোলে সমতায় ফেরে লিডস।

অবশেষে ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফের পেনাল্টি পায় চেলসি। এবারো পেনাল্টি থেকে গোল করেন জর্জিনহো। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।  

এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে চেলসি। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।