ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

স্বাধীনতা কাপে সহজ গ্রুপে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
স্বাধীনতা কাপে সহজ গ্রুপে বসুন্ধরা কিংস

চলতি মাসে শুরু হতে যাওয়া স্বাধীনতা কাপে মোটামুটি সহজ গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস। এছাড়া আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো বড় দলগুলোও সহজ গ্রুপ পেয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) স্বাধীনতা কাপের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়।

আগামী ২৭ নভেম্বর শুরু হয়ে প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। ১০ ও ১২ ডিসেম্বরে দুটি করে কোয়ার্টার-ফাইনাল, ১৪ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। সবগুলো ম্যাচই কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গড়াবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ১২ দল ও তিন বাহিনীসহ মোট ১৫ দল নিয়ে হবে এবারের আসর।  

স্বাধীনতা কাপের  সবশেষ ২০১৮ সালের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ‘ডি’ গ্রুপে প্রতিপক্ষ পেয়েছে চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী। এই গ্রুপে কিংসের বাইরে কেবল চট্টগ্রাম আবাহনীই এই শিরোপা স্বাদ পেয়েছে, ২০১৬ সালে।

এর আগে কোভিড-১৯ এর কারণে গত মৌসুমের স্বাধীনতা কাপ আয়োজন করেনি বাফুফে।  

গ্রুপ ‘এ’: আবাহনী লিমিটেড, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, স্বাধীনতা ক্রীড়া সংঘ।

গ্রুপ ‘বি’: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, উত্তর বারিধারা, বাংলাদেশ বিমানবাহিনী।

গ্রুপ ‘সি’: সাইফ স্পোর্টিং, মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বাংলাদেশ সেনাবাহিনী।  

গ্রুপ ‘ডি’: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।