ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ম্যানসিটিকে রুখে দিল ওয়েস্টব্রম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
ম্যানসিটিকে রুখে দিল ওয়েস্টব্রম

ইংলিশ প্রিমিয়ার লিগে ফের পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে নবাগত ওয়েস্ট ব্রমের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

এর আগে গত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল সিটি।

মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩০ মিনিটে ইলকায় গুনদোগানের গোলে এগিয়ে যায় সিটি। তবে বিরতির আগে ৪৩ মিনিটে রুবেন দিয়াসের আত্মঘাতি গোলে সমতায় ফেরে ওয়েস্ট ব্রম। শেষ পর্যন্ত দুদলের আর কেউই গোল করতে পারেনি।

লিগে ১২ ম্যাচে পাঁচটি করে জয় ও ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সিটি। এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আছে ওয়েস্ট ব্রমউইচ। ১২ ম্যাচে সমান ২৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল দুইয়ে ও টটেনহ্যাম হটস্পার শীর্ষে আছে। ২৪ ও ২৩ পয়েন্ট নিয়ে যাথাক্রমে তৃতীয় ও চতুর্থ লেস্টার সিটি ও সাউদাম্পটন। চেলসি ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।