ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জিরুদের চার গোলে সেভিয়াকে উড়িয়ে দিল চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
জিরুদের চার গোলে সেভিয়াকে উড়িয়ে দিল চেলসি

একাদশে ফিরেই আলো ছড়ালেন অলিভিয়ের জিরুদ। চ্যাম্পিয়নস লিগে ফরাসি এই তারকা ফরোয়ার্ডের দারুণ এক হ্যাটট্রিকে সেভিয়াকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি।

দলের চতুর্থ গোলটিও করেন জিরুদ।

চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের ম্যাচে সেভিয়ায় বুধবার রাতে ম্যাচের ৮, ৫৪ ও ৭৪ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন জিরুদ। পরে ৮৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের চতুর্থ গোলটি করেন তিনি।

এর আগে গত অক্টোবরে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম পর্বে দুই দলের মুখোমুখি লড়াই গোলশূন্য ড্র করেছিল ব্লুজরা। যদিও আগের রাউন্ডে দুই দলই টুর্নামেন্টের নকআউট পর্বের টিকেট নিশ্চিত করেছিল।

গ্রুপে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে চেলসির ১৩ পয়েন্ট। তিন জয় ও এক ড্রয়ে সেভিয়ার পয়েন্ট ১০। ক্রাসনোদার ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে। রেনের ১ পয়েন্ট। শেষ রাউন্ডে চেলসির প্রতিপক্ষ ক্রাসনোদার, রেনের বিপক্ষে খেলবে সেভিয়া।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।