ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দুই শর্তে ম্যানসিটিতে যাবেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
দুই শর্তে ম্যানসিটিতে যাবেন মেসি

গত গ্রীষ্মে মেসিকে দলে ভেড়ানোর অনেকটা কাছে চলে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু বার্সেলোনার সঙ্গে চুক্তি সংক্রান্ত ঝামেলায় তা আর আলোর মুখ দেখেনি।

আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে অবশ্য এখনও আশায় আছে ইংলিশ জায়ান্টরা। তবে এজন্য মেসির দুটি শর্ত পূরণ করতে হবে সিটিজেনদের।

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ মৌসুমে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর ব্যুরোফ্যাক্সের মাধ্যমে ক্যাম্প ন্যু ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন মেসি। সেবার বার্সা অধিনায়ক যদি সত্যিকার অর্থেই ক্লাব ছাড়তে পারতেন, তাহলে ম্যানচেস্টার সিটি হতো তার পরবর্তী ঠিকানা। কিন্তু মেসি বিনা ট্রান্সফার ফি'তে যেতে চাইলেও চুক্তির শর্ত দেখিয়ে তার পরিকল্পনা আটকে দেয় বার্সার বোর্ড।

অনেক নাটকীয়তার পর আরও এক মৌসুম বার্সাতেই থেকে গেছেন মেসি। কিন্তু বর্তমান ক্লাবের সঙ্গে নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করেননি তিনি। ফলে চলতি মৌসুমে শেষে ছয়বারের ব্যালন ডি'অর জয়ীর ক্যাম্প ন্যু ছাড়ার সম্ভাবনা অনেক বেশি। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল 'এল চিরিগিতো' দাবি করেছে, বার্সা ছাড়লে মেসির পরবর্তী ঠিকানা হবে ম্যানসিটি। তবে এজন্য দুটি শর্ত পূরণ করতে হবে।

'এল চিরিগিতা'-এর 'স্পোর্টস উইটনেস' অনুষ্ঠানে এক রিপোর্টে দাবি করা হয়, ইতিহাস স্টেডিয়ামে যাওয়ার আগে দুটি শর্ত সামনে রাখবেন মেসি। এর একটি হলো- কোচ হিসেবে পেপ গার্দিওলাকে ধরে রাখতে হবে। কারণ সাবেক এই বার্সা কোচের সঙ্গে সিটিজেনদের চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হবে। আর দ্বিতীয় শর্ত হলো- স্বদেশী সতীর্থ ও বন্ধু সার্জিও আগুয়েরোকে নতুন চুক্তি উপহার দিতে হবে।

গার্দিওলার সঙ্গে মেসির সম্পর্ক অনেক পুরনো। বার্সায় এই কাতালান কোচের অধীনে খেলে দুটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার স্বাদ পেয়েছিলেন তিনি। মেসির এখনকার 'বিশ্বসেরা' হয়ে ওঠার পেছনে গার্দিওলার বড় ভূমিকা ছিল।  

প্রিমিয়ার লিগে পঞ্চম বছর পার করছেন গার্দিওলা। এক ক্লাবে এতদিন আগে কখনো ছিলেন না তিনি। এর আগে তিনি বার্সায় চার বছর কাটিয়ে বায়ার্ন মিউনিখে ৩ বছর কাটিয়েছেন। সিটিতে তার নতুন চুক্তি এখন অনেকটাই অনিশ্চিত। ৩০ বছরের খরা কাটিয়ে গত মৌসুমে লিগ শিরোপা জিতেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। সিটি শেষ করেছিল দ্বিতীয় স্থানে থেকে। এবারও মৌসুমের শুরুটা ভালো হয়নি। ফলে আরও এক মৌসুম গার্দিওলার থাকা এখন প্রশ্নের মুখে পড়েছে।  

এদিকে সিটিতে গার্দিওলার শিষ্য আগুয়েরোর অবস্থানও নড়বড়ে। ইনজুরির কবলে পড়ে দলেই অনিয়মিত হয়ে গেছেন তিনি। ফলে সিটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েও আগামী মৌসুমে হয়তো নতুন ক্লাব খুঁজতে হবে তাকে। শুধু আগুয়েরো একা নন, সিটির আক্রমণভাগের আরেক ভরসা গ্যাব্রিয়েল জেসুসের অবস্থাও সুবিধার নয়। ব্রাজিলিয়ান স্ট্রাইকারও ইনজুরিতে কাবু হয়ে পড়েছেন। ফলে এই দুজনের জায়গায় লাওতারো মার্তিনেস ও এরলিং হালান্ডকে আনার কথা ভাবছে সাবেক লিগ চ্যাম্পিয়নরা। এই যখন অবস্থা, তখন মেসির সিটিতে পাড়ি জমানো সম্ভব কি না তা সময়ই বলে দেবে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।