ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিছিয়ে পড়েও জার্মানির জয়, শেষ মুহূর্তের গোলে স্পেনের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
পিছিয়ে পড়েও জার্মানির জয়, শেষ মুহূর্তের গোলে স্পেনের ড্র শেষ মুহূর্তের গোলে স্পেনের ড্র

উয়েফা নেশনস লিগে জয় পেয়েছে জার্মানি আর পয়েন্ট হারিয়েছে স্পেন। লিগ ‘এ’ এর চার নম্বর গ্রুপের ম্যাচে পিছিয়ে পড়েও ইউক্রেনকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি।

একই গ্রুপের আরেক ম্যাচে শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্পেন।

রেড বুল অ্যারিনাতে ম্যাচের ১২ মিনিটের মাথায় এগিয়ে যায় ইউক্রেন। ডি-বক্সের মধ্যে অলেকসান্দার জুবকভের শট জার্মানির ডিফেন্সে প্রতিহিত হলে সেই বল পান ইয়ারেমচুককে। জোরালো শটে বল জালে পাঠান তিনি।

পিছিয়ে পড়া জার্মানি সমতায় ফেরে ২৩ মিনিটের মাথায়। কাউন্টার অ্যাটাকে মাঝমাঠ থেকে গোরেটস্কার বাড়ানো বল পেয়ে পেনাল্টি ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন লেরয় সানে। সমতায় ফেরে জার্মানরা।

ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় জার্মানরা। রবিনের বাড়ানো ক্রস ডি-বক্সের ডান দিকে নিয়ন্ত্রণে নেন গোরেটস্কা। সাইড লাইন অতিক্রম করার আগেই বাড়িয়ে দেন গোলমুখে। হেড করে বল জালে পাঠান ভেরনার। লিড নেয় জার্মানি।


 
জার্মানরা তৃতীয় গোলের দেখা পান বিরতির পর। ৬৪ মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক থেকে মাথিয়াস গিন্টারের বাড়ানো বল ডি-বক্সে মাঝখানে পেয়ে যান ভেরনার। তার নেওয়া শট ইউক্রেনের ডিফেন্ডারের পায়ে লেগে বল জালে জড়ায়।

এই জয়ে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। আর ৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ইউক্রেন।

আরেক ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্পেন। সেন্ট জ্যাকব স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে ব্রিল এমবোলো কাট ব্যাক থেকে বল পেয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান ফ্রাউলার।

বিরতির পর সমতায় ফেরার সুযোগ পায় স্পেন। ৫৭ মিনিটে পেনাল্টি পায় স্পেন। সের্হিও রামোসের নেওয়া স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন দেন গোলরক্ষক ইয়ান সমের। ৭৯ মিনিটে বিপদে পড়ে সুইজারল্যান্ড। স্পেনের আলভারো মোরাতাকে ফাউল করেন নিকো এলভেদি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।

৮৯ মিনিটে সমতায় ফেরে স্পেন। পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে সের্হিও রেগিলনের বাড়ানো জোড়ালো ক্রস জালে পাঠান জেরার্দ মোরেনো। এই ড্রয়ে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। আর ৩ পয়েন্ট নিয়ে চারে রয়েছে সুইজারল্যান্ড।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
আরএআর/এমআরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।