ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্যারাগুয়ের বিপক্ষে অনিশ্চিত মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
প্যারাগুয়ের বিপক্ষে অনিশ্চিত মেসি লিওনেল মেসি/ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

লা লিগায় বার্সেলোনার সর্বশেষ ম্যাচে মূল একাদশে ছিলেন না মেসি। পড়ে আনসু ফাতির জায়গায় দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি এবং দুই গোল করে দলের জয়ও নিশ্চিত করেন। ম্যাচ শেষে বার্সা কোচ রোনাল্ড কোম্যান জানান, মেসি শতভাগ ফিট নন। এজন্যই তাকে বেঞ্চে রেখেই শুরু করেছিল বার্সা।  

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তেও জানিয়েছে, চোটের কারণে জাতীয় দলের সতীর্থদের থেকে দুবার আলাদাভাবে অনুশীলন করেছেন মেসি। তবে প্যারাগুয়ের বিপক্ষে তাকে মাঠে পেতে মুখিয়ে আছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।  

মেসি ছাড়াও আর্জেন্টিনা দলে চোটের সমস্যা আরও আছে। ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্তিনেস, আয়াক্সের লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো, উদিনেসের মিডফিল্ডার রবের্তো পেরেইরা ও বেনফিকার নিকোলাস ওতামেন্দিও আলাদাভাবে অনুশীলন করেছেন।  

লাওতারো হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। আগামী শুক্রবার (১৩ নভেম্বর) প্যারাগুয়ে ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে মাসের শেষে পেরুর বিপক্ষে পরবর্তী ম্যাচে ইন্টার তারকাকে পাওয়ার আশা করছেন আর্জেন্টাইন কোচ।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।