ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা দলে ফিরলেন দি মারিয়া

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
আর্জেন্টিনা দলে ফিরলেন দি মারিয়া আনহেল ডি মারিয়া

বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত ২৫ সদস্যের আর্জেন্টিনা স্কোয়াডে ফিরেছেন আনহেল দি মারিয়া। গত বছরের পর এবারই প্রথম জাতীয় দলে ফিরলেন পিএসজি মিডফিল্ডার।

 

চলতি মাসে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে দু’টি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। তার জন্য দি মারিয়াকে নির্বাচন করেছেন নীল-সাদাদের প্রধান কোচ লিওনেল স্কালোনি।  

তবে চোটের কারণে আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা হয়নি সার্জিও আগুয়েরোর। এছাড়া জায়গা হারিয়েছেন ভিয়ারিয়ালের হুয়ান ফয়েত এবং ফিওরেন্তিনার জার্মান পেজ্জেল্লা।  

২৫ সদস্যের আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), অগাস্টিন মার্চেসিন (পোর্তো)

ডিফেন্ডার: নেহুয়েন পেরেজ (গ্রানাদা), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), ফাচুন্দো মেডিনা (লেন্স), লুকাস মার্তিনেজ কোয়ার্টা (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স)

মিডফিল্ডার: রদ্রিগো দি পল (উদিনেজ), মার্কোস অ্যাকুনা (সেভিয়া), নিকোলাস ডোমিঙ্গেজ (বোলোনা), রবার্তো পেরেইরা (উদিনেস), আলেহান্দ্রো পাপু গোমেজ (আতালান্তা), আনহেল দি মারিয়া (পিএসজি), লুকাস ওকাম্পোস (সেভিয়া), লিয়ান্দ্রো পেরেডস (পিএসজি), এক্সেকুয়েল পালাসিওস (বেয়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহাম), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস)

ফরোয়ার্ড: লুকাস আলারিও (বেয়ার লেভারকুজেন), লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবালা (জুভেন্টাস), জোয়াকিন কোরেয়া (লাৎসিও), নিকোলাস গঞ্জালেস (স্টুটগার্ট), লওতারো মার্তিনেস (ইন্টার মিলান) 

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।