ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বেনজেমার সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি বাড়ালো রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
বেনজেমার সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি বাড়ালো রিয়াল বেনজেমার সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি বাড়ালো রিয়াল

করিম বেনজেমার সঙ্গে আগামী ২০২২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ালো রিয়াল মাদ্রিদ। যদিও গ্রীষ্মে ফরাসি এই ফরোয়ার্ডের সঙ্গে অফিসিয়ালি চুক্তি স্বাক্ষর করবে লস ব্ল্যাঙ্কোসরা। ফলে তার বর্তমানে মেয়াদের সাথে আরও এক বছর যোগ হলো। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত রিয়ালে থাকার কথা ছিল তার।

ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল ছাড়ার পর স্প্যানিশ জায়ান্টদের মূল ভরসার নাম হয়ে ওঠেন বেনজেমা। আর তার সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বেতনও বাড়ানোর কথা রয়েছে।

৩২ বছর বয়সী বেনজেমার ২০২২ সালে ৩৪-এ গড়াবে। ফলে বড় কোনো চুক্তিতেও যেতে চাচ্ছেন না তিনি। যেখানে বর্তমান খেলোয়াড়দের মধ্যে তিনিই দলের সর্বোচ্চ গোলদাতা।

২০০৯ সালে ফরাসি ক্লাব লিঁও থেকে রিয়ালে পাড়ি দেন বেনজেমা। এখন পর্যন্ত লা গ্যালাকটিকোদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮৮ ম্যাচে ২৩৮ গোল করেছেন তিনি। রিয়ালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি ৬ নাম্বারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।