ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চেলসিকে হারিয়ে জয়ে ফিরলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
চেলসিকে হারিয়ে জয়ে ফিরলো ম্যানসিটি ছবি:সংগৃহীত

পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে চেলসিকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়েও ফিরলো পেপ গার্দিওলার শিষ্যরা। জয়ী দলের হয়ে একটি করে গোল করেন কেভিন ডি ব্রুইনা ও রিয়াদ মাহারেজ। আর ব্লুজদের হয়ে শুরুর গোলটি করেন এনগোলো কান্তে।

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে চেলসিকে আতিথেয়তা জানায় সিটি। তবে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে দু’দল।

কিন্তু ২১তম মিনিটে মাতেও কোভাসিচের পাসে সফরকারীদের এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার কান্তে।

তবে সাত মিনিট পরই সমতায় ফেরে সিটি। ডেভিড সিলভার অ্যাসিস্টে ব্রুইনার শট ব্লুজ ডিফেন্ডার জুমার গায়ে লেগে গোলে পরিণত হয়। আর ৩৭তম মিনিটে রিয়াদ মাহরেজ জয় নিশ্চিত করা গোলটি করে সমর্থকদের আনন্দে ভাসান।

লিভারপুলের বিপক্ষে আগের ম্যাচ হারা সিটি লিগে ১৩ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। চেলসি ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। লিভারপুল ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে। আর ২৯ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি দ্বিতীয়স্থানে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।