ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নববর্ষে কিশোরগঞ্জে ফুটবলে মাতালেন ‘বুড়ো’রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
নববর্ষে কিশোরগঞ্জে ফুটবলে মাতালেন ‘বুড়ো’রা

কিশোরগঞ্জ: বাংলা নববর্ষবরণে পহেলা বৈশাখ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ষাটোর্ধ্বদের অংশগ্রহণে ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা’র মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার চরপলাশ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করে স্থানীয় চরপলাশ যুব সংঘ। এতে পৃষ্ঠপোষকতা করেন সহকারী শিক্ষক নাজিমুল হক শিমুল।


  
খেলায় টানটান উত্তেজনা ও তুমুল লড়াই হয়। প্রথমার্ধে ও পরবর্তী নির্ধারিত সময়ে শ্বাসরুদ্ধকর এ খেলায় কোনো পক্ষেই গোল আসেনি। পরে টাইব্রেকারে ব্রাজিল ৩-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিজয়ী হয়। খেলায় রেফারি ছিলেন জাতীয় ক্রীড়াবিদ আবদুল ওয়াদুদ খান।

এর আগে খেলার উদ্বোধন করেন সাংবাদিক আ.ন.ম তানভীর হায়দার ভূঁইয়া। সুখিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এ ফুটবল খেলায় বিশেষ অতিথি ছিলেন- পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান খন্দকার, হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন, কোদালিয়া এসআই উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য খলিলুর রহমান ও যুবলীগ নেতা সৈয়দুর রহমান সৈয়দ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।