ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির চোখে সেরা পাঁচে নেই রোনালদো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
মেসির চোখে সেরা পাঁচে নেই রোনালদো! মেসির সেরা পাঁচ-ছবি: সংগৃহীত

বর্তমান ফুটবল বিশ্বের সেরা পাঁচ খেলোয়াড়কে বেছে নিলেন লিওনেল মেসি। আর তাতে জায়গা হলো না জুভেন্টাস উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর। অবশ্য তালিকায় মেসি নিজেকেও রাখেননি।

মেসির চোখে বরং বর্তমানের সেরা পাঁচ ফুটবলার- কিলিয়ান এমবাপ্পে, নেইমার, এডেন হ্যাজার্ড, লুইস সুয়ারেজ ও সার্জিও আগুয়েরো।

আর্জেন্টিনার এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকার দেন মেসি।

সেখানে তার কাছে সেরা পাঁচ ফুটবলারের নাম জানতে চাইলে তিন বর্তমান ও সাবেক সতীর্থদের পাশাপাশি এমবাপ্পে ও হ্যাজর্ডের নাম নেন বার্সা অধিনায়ক।

তালিকায় রোনালদোর নাম না থাকলেও রোনালদোর প্রশংসা করতে মোটেই কার্পণ্য করেননি মেসি, ‘তাকে এখানে পাওয়াটা ছিল দারুণ, সে লা লিগার মর্যাদা বাড়িয়ে দিয়েছিল। '

এরপরই তিনি বলেন, ‘সে এবং আমি বাদে (রোনালদো), বিশ্বের সেরা খেলোয়াড় হলো এমবাপ্পে, হ্যাজার্ড, সুয়ারেজ, আগুয়েরো এবং নেইমার। '

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।