ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ ২৬ খেলা নোয়াখালীতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ ২৬ খেলা নোয়াখালীতে ২৬ খেলা নোয়াখালীতে

নোয়াখালী: আগামী ২৪ জানুয়ারি থেকে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের প্রথম রাউন্ডের খেলা। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা, নোয়াখালী জেলা ফুটবল এসোসিয়েশন সহযোগিতায় প্রিমিয়ার ফুটবলীগের ১৩টি দলের প্রথম রাউন্ডের ২৬টি খেলা শহীদ ভুলু স্টেডিয়াম ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।  

রোববার (২০ জানুয়ারি) এ উপলক্ষে প্রেস কনফারেন্সের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

এসময় আয়োজকরা জানান, নোয়াখালীসহ দেশের ৬টি ভেন্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলা অনুষ্ঠিত হবে।  

নোফেল স্পোর্টিং কাব ও টিম বিজেএমসি’র হোম ভেন্যু নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম। নোয়াখালীতে প্রথম রাউন্ডের লীগ পর্বের ২৬টি খেলায় অংশ নেবে ১৩টি দল। খেলা প্রতিদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। খেলার প্রবশে মূল্য ধরা হয়েছে সাধারণ আসন ২০টাকা, ভিআইপি আসন ৫০টাকা।  

এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী ফুটবল এসেসিয়েশনের সভাপতি সামছুল হাসান মিরনসহ জেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।  


বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
পিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।