ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কিংসের রঙে সেজেছে ফাইনালের গ্যালারি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
কিংসের রঙে সেজেছে ফাইনালের গ্যালারি ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

আর মাত্র মিনিট ত্রিশেক। ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে নবাগত বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড। ম্যাচটি ঘিরে উৎসবের আবহ বিরাজ করছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ছোট-বড় নানা বয়সের অসংখ্য ফুটবলপ্রেমী সমর্থক গ্যালারিতে হাজির হয়েছেন প্রিয় দলের জার্সি গায়ে। 

গ্যালারিতে উপস্থিত দর্শকদের অধিকাংশের গায়ে কিংসের লাল জার্সি। হাজারো সমর্থক গ্যালারির নিজেদের প্রান্ত সাজিয়েছেন কিংসের ব্যানার দিয়ে।

কিংসের প্রতি ম্যাচেই এমন দৃশ্য দেখা গেলেও আজ দৃশ্যটা একটু বেশিই রঙিন। দর্শকের সংখ্যাও অনেক বেশি। তাদের অনেকেই বসুন্ধরা কিংসের স্লোগান 'বর্ন টু বিট' আওয়াজ তুলছেন।  

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

এমন কয়েকজন কিংস সমর্থকের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সজীব আহমেদ একজন কিংস ভক্ত। কেনো এই দলের প্রতি তার বিশেষ আকর্ষণ তা জানতে চাইলে বলেন, ‘বসুন্ধরা কিংসে বিশ্বকাপে খেলা তারকা কলিনদ্রেস আছেন। আছেন স্প্যানিশ কোচ (অস্কার) ব্রুজোন। দেশীয় তারকারাও অনেক ভালো। তাদের সাহসী খেলা দেখে পুরনো দিনের কথা মনে পড়ে। যখন মোহামেডান -আবাহনী ম্যাচ দেখতে সব ছেড়ে ছুটে আসতাম। আজ কিংসের কল্যাণে ফের সেই দিন যেন ফিরে এসেছে। ’ 

কিংসের কোস্টারিকান তারকা ফুটবলার ড্যানিয়েল কলিনদ্রেসকে নিয়ে বহু সমর্থক উচ্ছসিত। এমন একজন হাসিবুর রহমান বললেন, ‘ঢাকার মাঠে বিশ্বকাপের তারকার (কলিনদ্রেস) খেলা দেখতেই এসেছি। আমার পরিবারও তার ভক্ত হয়ে গেছে। ’ 

শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের ৩০তম আসরে শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে নবাগত বসুন্ধরা কিংস ও ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেড। পেশাদার লিগে আসা বসুন্ধরা কিংস এবারই প্রথম ফেডারেশন কাপে অংশ নিয়েছে। প্রথমবার অংশ নিয়েই তারা ফাইনালে উঠেছে। তাদের সামনে প্রথম শিরোপার হাতছানি। হাতছানি এএফসি ক্লাব কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলার।  

অন্যদিকে আবাহনীর সামনে একাদশ শিরোপার হাতছানি। আছে হ্যাটট্রিক শিরোপা জয়ের কীর্তি গড়ার সুযোগ। শেষ হাসি কে হাসবে তা দেখতে ক্ষণিকের অপেক্ষা।  

বাংলাদেশ সময়ঃ ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এমএইচএম/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।