ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসিকে আটকানোর পথ বাতলে দিলেন দালিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
মেসিকে আটকানোর পথ বাতলে দিলেন দালিচ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা মেসিকে গোল পাওয়া বা সুযোগ তৈরি করা থেকে আটকে রাখেন/ছবি: সংগৃহীত

গত রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে একবারেই বিবর্ণ ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অথচ তাকে ঘিরে আর্জেন্টাইন সমর্থকদের উচ্চাশার পারদ ছিল অনেক উঁচুতে। কিন্তু বিশ্বের সেরা এই ফুটবলারকে কিভাবে আটকে রেখেছিল ক্রোয়েশিয়া? এবার তা নিয়ে মুখ খুললেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।

বিশ্বকাপের অন্যতম দাবিদার আর্জেন্টিনাকে গ্রুপ পর্বের ম্যাচে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল ক্রোয়েশিয়া। সেবার দালিচের দেখানো পথে হেঁটে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখে ক্রোয়েশিয়া আর দলের রিয়াল তারকা লুকা মদ্রিচ ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের তকমাও জিতে নেন।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে মেসিকে কিভাবে আটকে রাখলেন সেই রহস্য প্রকাশ করে দালিচ বলেন, 'মেসির জন্য বার্সেলোনার চেয়ে আর্জেন্টিনার হয়ে খেলা কঠিন। আর আমরা আর্জেন্টিনা দলের ছোট ছোট দুর্বলতাগুলোকে গুরুত্ব দিয়েছি। '

'সাফল্যের মূল রহস্য হচ্ছে গুছানো ফুটবল খেলা এবং আমাদের গেম প্ল্যান পুরোটাই অনুসরণ করা আর আমাদের খেলোয়াড়রা ঠিক সেটাই করেছে। আমরা মেসির কাছে বল যাওয়া থামিয়েছি এবং সে যেসব জায়গায় বল পেতে পছন্দ করে সেসব জায়গা বন্ধ করে দিয়েছি। '

'মেসি অনেক ভালো ফুটবলার, কিন্তু ফুটবল দলীয় খেলা। যখন কোনো দল ভালো পারফরম্যান্স করে তখন অন্য দলের কোনো একজনের পক্ষে একা সব ঘুরিয়ে দেওয়া অসম্ভব। ওই ম্যাচে আর্জেন্টিনার চেয়ে ক্রোয়েশিয়া ভালো দল ছিল। '

গ্রুপ পর্বের ওই ম্যাচে মেসিকে আটকে সাফল্য পেলেও বার্সা তারকাকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবেই দেখেন দালিচ। সম্প্রতি গোলডটকমের সঙ্গে এক সাক্ষাৎকারে দালিচ বলেন, 'আমার মতে, মেসি বিশ্বের সেরা খেলোয়াড় এবং সে তা প্রতি সপ্তাহেই প্রমাণ করে চলেছে। '

এদিকে দালিচের ক্রোয়েশিয়য়া উয়েফা ন্যাশনস লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ১৬ নভেম্বর লুইস এনরিকের স্পেনের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।