ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সুয়ারেজের হ্যাটট্রিকে রিয়ালকে বিধ্বস্ত করলো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
সুয়ারেজের হ্যাটট্রিকে রিয়ালকে বিধ্বস্ত করলো বার্সা লুইস সুয়ারেজ

মৌসুমের প্রথম ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করলো বার্সেলোনা। লুইস সুয়ারেজের দুর্দান্ত হ্যাটট্রিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৫-১ গোলে হারালো আর্নেস্তো ভালভার্দের দল।

লা লিগার ম্যাচে রোববার (২৮ অক্টোবর) ঘরের ক্যাম্প ন্যু'তে রিয়ালকে আমন্ত্রণ জানায় বার্সা। যেখানে গত ১১ বছরের পর ছিলেন না মেসি ও রোনালদো।

ইনজুরির কারণে মাঠের বাইরে বার্সা তারকা লিওনেল মেসি। আর গত মৌসুমে রিয়াল ছেড়ে জুুুভেন্টাসে পাড়ি দিয়েছেন রোনালদো।  

মেসির অভাব অবশ্য এদিন বুঝতেই দেননি সুয়ারেজ। ৩০ মিনিটে পেনাল্টির পর ৭৫ ও ৮৩ মিনিটে নিজের  হ্যাটট্রিক পূরণ করেন। তবে ফিলিপ কুতিনহো ১১ মিনিটে গোলের শুরু করেন। আর আরতুরো ভিদাল  ৮৭ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। মাঝে অবশ্য রিয়ালের মার্সেলো ৫০ মিনিটে একটি গোল করে নিজ দলকে সান্তনা দেন।

এ জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।