ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

৭০০ মিলিয়ন রিলিজ ক্লজেও মেসিকে হারানোর ভয়!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
৭০০ মিলিয়ন রিলিজ ক্লজেও মেসিকে হারানোর ভয়! ছবি: সংগৃহীত

দলবদলের বাজারে লিওনেল মেসিকে প্রতিদ্বন্দ্বীদের হাত থেকে সুরক্ষিত রাখতে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজও হয়তো যথেষ্ট নয়! বার্সেলোনার ফিন্যান্সিয়াল ও স্ট্র্যাটেজি ডিরেক্টর পাঞ্চো স্ক্রোডার এমন আশঙ্কার কথাই প্রকাশ করেছেন।

ন্যু ক্যাম্পের এই শীর্ষ কর্মকর্তার দৃষ্টিতে, বর্তমান ট্রান্সফার মার্কেটের পরিস্থিতি অস্থিতিশীল এবং ভবিষ্যৎ নিয়ে কোনো নিশ্চয়তা দিতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

গত বছর ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ দিয়ে নেইমারকে বার্সা থেকে ভাগিয়ে নেয় পিএসজি।

এরপরই নড়েচড়ে বসে স্প্যানিশ জায়ান্টরা। ইতোমধ্যেই বেশ কয়েকজনের সঙ্গে চুক্তি নবায়ন করে মোটা অঙ্কের রিলিজ ক্লজ (ক্লাবের ইচ্ছার বিরুদ্ধে যেতে চাইলে এ পরিমান অর্থ পরিশোধ করতে হয়) বেঁধে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

গত নভেম্বরে আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তিতে সই করে বার্সা সমর্থকদের উদ্বেগের অবসান ঘটান ত্রিশ বছর বয়সী মেসি। আর্জেন্টাইন আইকনের আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা এ বছরের জুনে। সে হিসেবে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে অন্য ক্লাবের সঙ্গে আলোচনায় কোনো বাধা থাকতো না। এখন ২০২১ পর্যন্ত শৈশবের ক্লাবে নিশ্চিত পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

মেসির দিকে যাতে কেউ হাত না বাড়ায় সেজন্যই ৭০০ মিলিয়ন ইউরোর (৭০ কোটি ইউরো) আকাশছোঁয়া বাইআউট ক্লজ বা রিলিজ ক্লজ নির্ধারণ করেছে বার্সা। টাকার অঙ্কে ৭ হাজার ১৯২ কোটি ৩৬ লাখের বেশি!

নেইমারের ট্রান্সফার ফি-ই অনেকে অসম্ভব ভেবেছিলেন। সর্বকালের অন্যতম সেরা মেসিকে পেতে রেকর্ড দাম দেওয়ার সামর্থ্য রাখে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি কিংবা কাতারি পেট্টোডলারে তারকাসমৃদ্ধ পিএসজি। এ নিয়েই যত ভয় বার্সার!

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে পাঞ্চো স্ক্রোডার বলেন, ‘আমরা একটি ধারা সেট করেছি যেখানে ভেবেছি মেসির বার্সেলোনায় অবসর নেওয়ার জন্য এটা যথেষ্ট। কিন্তু এক বছর আগে আমরা চিন্তা করেছিলাম নেইমারের রিলিজ ক্লজও তাকে ধরে রাখার জন্য যথেষ্ট হবে। গত সামারে এটা ভুল প্রমাণিত হয়েছে। ’

‘ভবিষ্যতের দিকে তাকিয়ে, আমি মনে করি এটা কঠিন। কিন্তু আমার কাছে ক্রিস্টাল বল নেই এবং বর্তমান দিনে সবকিছু কিছুটা পাগলাটে (ট্রান্সফার মার্কেট) হয়ে যাচ্ছে। ’

চলতি মৌসুম দুর্দান্ত কাটছে বার্সার প্রাণভোমরার। লা লিগায় এখন পর্যন্ত ২৪টি গোল করে ব্যাক-টু-ব্যাক ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের দৌড়ে ছুটছেন মেসি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ৩২ বার।

স্প্যানিশ লিগ শিরোপা পুনরুদ্ধারেও শক্ত অবস্থানে মেসির বার্সা। ট্রেবল জয়ের লক্ষ্যে চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রের অন্যতম ফেভারিট কাতালানরা।

লা লিগায় ৮ পয়েন্টের লিড বার্সার। মৌসুম শেষ হতে হাতে আছে আর ১১টি ম্যাচ। চেলসির মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ ১-১ গোলে নিষ্পত্তি হয়। ন্যু ক্যাম্পে আগামী বুধবার (১৪ মার্চ বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়) ফিরতি পর্বের ম্যাচ। কোপা দেল রের ফাইনাল ২১ এপ্রিল। প্রতিপক্ষ সেভিয়া।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ৮ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।