ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ওল্ড ট্রাফোর্ডে চেলসিকে হারালো ম্যানইউ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
ওল্ড ট্রাফোর্ডে চেলসিকে হারালো ম্যানইউ ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। হোম ভেন্যু ওল্ড ট্রাফোর্ডে পিছিয়ে থেকেও ২-১ গোলের জয় তুলে নেয় হোসে মরিনহোর শিষ্যরা।

প্রথমার্ধের ৩২ মিনিটে ব্লুজদের লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান। সাত মিনিট বাদেই ম্যানইউর জার্সিতে গোলের অপেক্ষার অবসান টানেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু।

সমতায় ফেরে রেড ডেভিলসরা।

নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান জেসে লিনগার্ড। ইংলিশ উইঙ্গারের হেড ফলাফল নির্ধারক হয়ে থাকে। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে ম্যানইউ। ২৮ ম্যাচে ৫৯। সমান ম্যাচে ৫৭ পয়েন্টে তিনে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।