ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বেসিকতাসের বিপক্ষে বায়ার্নের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
বেসিকতাসের বিপক্ষে বায়ার্নের গোল উৎসব ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ ও বেসিকতাস। তবে তুরস্কের ক্লাবটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হুপ হেইঙ্কেসের শিষ্যরা। দলের হয়ে জোড়া গোল করেন থমাস মুলার ও রবার্ট লেভান্ডভস্কি। একটি গোল করেন কিংসলে কোম্যান।

এদিন ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় খেলতে নামে বায়ার্ন। তবে খেলার শুরুতেই সফরকারীদের ভিদা লাল কার্ড দেখলে ম্যাচের অধিকাংশ সময় ১০ জন নিয়ে খেলে বেসিকতাস।

 

আর এরই সুযোগে ৪৩ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন জার্মান স্ট্রাইকার মুলার। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঞ্চ তারকা কিংসলে কোমান।

৬৬ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন মুলার। আর ৭৯ ও ৮৮তম মিনিটে শেষ দুটি গোল করেন পোল্যান্ডের স্ট্রাইকার লেভান্ডভস্কি।

আগামী ১৪ মার্চ বেসিকতাসের মাঠে হবে দ্বিতীয় লেগের খেলা।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।