ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গোল্ডকাপ ফুটবলে মেহেরপুরকে হারিয়ে ফাইনালে ঝিনাইদহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
গোল্ডকাপ ফুটবলে মেহেরপুরকে হারিয়ে ফাইনালে ঝিনাইদহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় আন্তঃজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর জেলাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ঝিনাইদহ জেলা দল।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে প্রথম সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ এ খেলায় ঝিনাইদহ জেলা দলের চৌকস খেলোয়াড় খোকন একাই প্রথম ও দ্বিতীয়ার্ধে তিনটি গোল করেন।

পরে ঝিনাইদহ দলের পক্ষে দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটে টিটো আরও একটি গোল করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। নির্ধারিত খেলায় মেহেরপুর দল কোনো গোল করতে সক্ষম হয়নি। ফলে ৪-০ ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঝিনাইদহ জেলা দোলের চৌকস খেলোয়াড় খোকন। তার হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান।

এসময় উপস্থিত ছিলেন- হুসেইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ও মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা।

১৬ জানুয়ারি দ্বিতীয় সেমি ফাইনালে নড়াইল স্বাগতিক মাগুরা জেলা দলের মুখোমুখি হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এনডেক্স গ্রুপের সহযোগিতায় জেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

টুর্নামেন্টে খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও স্বাগতিক মাগুরা জেলা দল অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।