ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রতিশোধের ম্যাচ জিতে কোয়ার্টারে পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
প্রতিশোধের ম্যাচ জিতে কোয়ার্টারে পিএসজি ছবি:সংগৃহীত

উড়তে থাকা প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) কিছুদিন আগেই ফ্রেঞ্চ লিগ ওয়ানে মাটিতে নামিয়েছিল স্টার্সবার্গ। এবার সেই প্রতিপক্ষকে পেয়ে ৪-২ গোলে প্রতিশোধ নিল উনাই এমরির শিষ্যরা। ফলে ফ্রেঞ্চ লিগ কাপের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিল নেইমারকে ছাড়া এ ম্যাচ খেলা দলটি।

শেষ ষোলোর ম্যাচে এদিন স্টার্সবার্গের মাঠে আতিথিয়েতা নিতে যায় পিএসজি। ক’দিন আগেই মৌসুমে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকা পর লিগে এই মাঠেই ২-১ গোলে হেরেছিল দলটি।

তবে এবার আর ভুল হলো না। জয় ছিনিয়ে নিল এই আসরের টানা চতুর্থ চ্যাম্পিয়নরা।

খেলার ১২ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার বাড়ানো বল প্রতিপক্ষে ডিফেন্ডার ইওয়ানের পায়ে লেগে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ালে এগিয়ে যায় পিএসজি। তবে ২৫ মিনিটে ঠিকই ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া।

কিন্তু ৩৬ মিনিটে ব্যবধান কমান ফ্রেঞ্চ মিডফিল্ডার জেরেমি। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে ব্যবধান আরও বাড়ায় পিএসজি। থমাস মুনিয়ের পাসে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস।

৭৮ মিনিটে সেই মুনিয়ের পাসেই ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন জার্মানির ইউলিয়ান ড্রাক্সলার। ৮৮তম মিনিটে স্বাগতিকদের দ্বিতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড ব্লাইয়াক।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।