ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এক ম্যাচ পর রিয়ালের ফের হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
এক ম্যাচ পর রিয়ালের ফের হোঁচট ছবি:সংগৃহীত

লা লিগার এবারের মৌসুমে বাজে শুরু হওয়ার পর এর ধারাবাহিকতা চলছে রিয়াল মাদ্রিদ শিবিরে। লিগের নিচের দল অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোল শূন্য ড্র করে হোঁচট খেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

শনিবার রাতে বিলবাওয়ের মাঠ সান মামেসে রিয়ালকে আতিথিয়েতা দেওয়া হয়। তবে ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে রোনালদোরা।

এ নিয়ে লিগে এক ম্যাচ পরেই ফের ড্র করল মাদ্রিদের ক্লাবটি। এর আগে শক্তিশালী অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে ড্র করেছিল।

চলতি মৌসুমে এ নিয়ে চতুর্থবার ড্র করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দুটি ম্যাচে হেরেছেও তারা।

এদিন ম্যাচের শুরু থেকে অবশ্য আক্রমণে ব্যস্ত থাকে রিয়াল। কিন্তু বিলবাওয়ের ডিফেন্ডারদের সামনে পেরে ওঠেনি। দু’একবার স্বাগতিকরাও আক্রমণ রচনা করে তবে গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে প্রতিপক্ষের আদুরিসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রিয়াল অধিনায়ক সার্জি রামোস। ফলে আগামী সপ্তাহে সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি।

লিগের পয়েন্ট টেবিলে ১৪ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সেভিয়া।

৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা ভালেন্সিয়া।
অ্যাতলেটিকো মাদ্রিদ ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।