ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মাগুরায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে শেখ জামাল ফাইনালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
মাগুরায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে শেখ জামাল ফাইনালে মাগুরায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাগুরা: মাগুরায় অনুষ্ঠিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সাইফ স্পোটিং ক্লাব যুবদলকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে শেখ জামাল।

মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে দ্বিতীয় সেমিফাইনালের এ খেলার প্রথমার্ধের ৩২ মিনিটে শেখ জামালের পক্ষে বিদেশি খেলোয়াড় সলেমান কিং দলের পক্ষে প্রথম গোল করেন।

দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে সলেমান কিং আরো একটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে শেখ জামালের রাবিক সরকার তৃতীয় গোল করেন। ৩২ মিনিটে সলেমান কিং আরো একটি গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন। অবশেষে শেখ জামাল ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। একই সঙ্গে এ জয়ের মাধ্যমে তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। হ্যাট্রিক করার সুবাদে সলেমান কিং ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

৮ ডিসেম্বর শেখ জামাল স্বাগতিক মাগুরা জেলা ক্রীড়া সংস্থার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে।

বসুন্ধরা সিমেন্টের সহযোগিতায় মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করেছে। যেখানে শেখ জামাল, শেখ রাসেল, নৌবাহিনী, সাইফ স্পোটিং ক্লাব, বসুন্ধরা কিংসসহ দেশ সেরা ১৭টি দল অংশ নেয়।

১০ নভেম্বর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।