ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সুনামগঞ্জ গোল্ড কাপে জামালগঞ্জ জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
সুনামগঞ্জ গোল্ড কাপে জামালগঞ্জ জয়ী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জে চলমান পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের একাদশ দিনে ২-১ গোলে জয় পেয়েছে জামালগঞ্জ থানা দল।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ থানার প্রতিপক্ষ ছিল বিশ্বম্বপুর থানা।

ম্যাচে জামালগঞ্জ থানা ২-১ গোলে বিশ্বম্বপুর থানাকে পরাজিত করে।

রোববার (১৯ নভেম্বর) এই টুর্নামেন্টর পর্দা ওঠে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় অংশ নিয়েছে জেলার ১২ টি থানা। শুক্রবার (১ ডিসেম্বর) দিরাই থানা খেলবে দোয়ারাবাজার থানার বিপক্ষে। ৫ ডিসেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জামালগঞ্জ-বিশ্বম্ভপুর থানার খেলাটি গ্যালারিতে বসে উপভোগ করেন জেলার হাজারো ফুটবলপ্রেমী দর্শক। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পুলিশ সুপার বরকত উল্লাহ খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘন্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।