ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রত্যাবর্তনের পর ফের ‘মাঠের বাইরে’ বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
প্রত্যাবর্তনের পর ফের ‘মাঠের বাইরে’ বেল ছবি: সংগৃহীত

ইনজুরি কাটিয়ে দু’মাস পর মাঠে ফিরেই দারুণ পারফরম্যান্সে নজর কাড়েন গ্যারেথ বেল। কিন্তু রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ মিস করতে যাচ্ছেন ওয়েলস তারকা। পূর্ণ ম্যাচ ফিটনেস শঙ্কায় তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চান না জিনেদিন জিদান।

সান্তিয়াগো বার্নাব্যুতে ফুয়েনলাব্রাদার বিপক্ষে কোপা দেল রের শেষ ষোলো নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচে রোনালদো, বেনজেমাসহ সিনিয়র খেলোয়াড়রা ছিলেন বিশ্রামে। এক ঘণ্টা পর বদলি হিসেবে নেমেই চমৎকার ক্রসে গোল বানিয়ে দেন বেল।

২-২ গোলের ড্রয়ে দ্বিতীয়টিতেও রাখেন অবদান। প্রথম লেগে ২-০ ব্যবধানে জেতার সুবাদে ৪-২ অ্যাগ্রিগেটে পরের রাউন্ডে পা রাখে গ্যালাকটিকোরা।

ম্যাচ শেষে লম্বা বিরতির ছাপ দেখা যায় অস্বস্তি বোধ করার মধ্য দিয়ে। তাই লা লিগায় অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বিশ্রামে থাকতে পারেন বেল। রিয়ালের প্রত্যাশা বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে পূর্ণ ফিটনেস নিয়ে খেলতে পারবেন ২৮ বছর বয়সী এই উইঙ্গার। যেখানে আরও বেশি সময় মাঠে থাকার সুযোগ থাকবে। আগের ইনজুরির পুনরাবৃত্তি না হলেও বেলের সেরাটার জন্য অপেক্ষা করতে চায় মাদ্রিদ শিবির।

আগামী শনিবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় বিলবাওয়ের মাঠে নামবে রিয়াল। বুধবার (৬ ডিসেম্বর) একই সময়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডর্টমুন্ডকে আতিথ্য দেবে জিদানের শিষ্যরা। আগের ম্যাচে স্বাগতিক অ্যাপোয়েলের জালে গোল উৎসব (৬-০) করে নকআউট পর্ব (শেষ ষোলো) নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।